উনিশের শহীদ দিবস
===============
ঝরে ঝির ঝির বারি ঝির ঝির
জৈষ্ঠের দ্বিপ্রহর
বুক থম থম চাপা যেন দম
শঙ্কায় শিলচর
চার দিক থেকে মিছিলের স্রোতে
জনসমুদ্রে বান
রেল স্টেশনের দিকে সকলের
আজকে অভিযান ।
===============
ঝরে ঝির ঝির বারি ঝির ঝির
জৈষ্ঠের দ্বিপ্রহর
বুক থম থম চাপা যেন দম
শঙ্কায় শিলচর
চার দিক থেকে মিছিলের স্রোতে
জনসমুদ্রে বান
রেল স্টেশনের দিকে সকলের
আজকে অভিযান ।
ভাষা সার্কুলার এলো বাংলার
শ্বাস রোধ করতে
শাসনের জালে কুটিল কচালে
সব জাতিকে মারতে
গর্জে ওঠে সব প্রতিবাদী রব
এক সাথে শোনা যায়
আজকের দিন জাতি ভেদ হীন
ভাষালোপের বেদনায় ।
শ্বাস রোধ করতে
শাসনের জালে কুটিল কচালে
সব জাতিকে মারতে
গর্জে ওঠে সব প্রতিবাদী রব
এক সাথে শোনা যায়
আজকের দিন জাতি ভেদ হীন
ভাষালোপের বেদনায় ।
শান্তি মিছিলে এলো সবে মিলে
কাছাকাছি স্টেশনের
বন্দুকহাতে সেনা ওত পাতে
শাসানি নিয়ে শাসকের
আগুন আগুন রবে জনগণ
ছোটে হয়ে দিশেহারা
হল গুরু গুরু গুলি চলা শুরু
নিরীহ লোককে মারা ।
কাছাকাছি স্টেশনের
বন্দুকহাতে সেনা ওত পাতে
শাসানি নিয়ে শাসকের
আগুন আগুন রবে জনগণ
ছোটে হয়ে দিশেহারা
হল গুরু গুরু গুলি চলা শুরু
নিরীহ লোককে মারা ।
শুনে হৈ চৈ কে যে ধায় কৈ
রক্ত ধারা পথ পরে
এগারোটি প্রাণ ফুলের সমান
ভাষা বেদী তলে ঝরে
সে আত্মদান আজো অম্লান
ভাষা রক্ষার কারণে
উনিশে মে’কে বিশ্বের বুকে
লেখা শহীদ স্মরণে ।
রক্ত ধারা পথ পরে
এগারোটি প্রাণ ফুলের সমান
ভাষা বেদী তলে ঝরে
সে আত্মদান আজো অম্লান
ভাষা রক্ষার কারণে
উনিশে মে’কে বিশ্বের বুকে
লেখা শহীদ স্মরণে ।
জল থৈ থৈ চোখে ভরে ঐ
বেদনার হুতাশে
বুকেতে শপথ দৃঢ় মনোরথ
ভবিষ্যতের আশ্বাসে
এগারো ফুলের মালাটি তুলে
ভাষামাতৃকে সাজাবো
এই ভাষাতেই পুরাবো আশাকেই
যত দিন বেঁচে থাকবো ।
বেদনার হুতাশে
বুকেতে শপথ দৃঢ় মনোরথ
ভবিষ্যতের আশ্বাসে
এগারো ফুলের মালাটি তুলে
ভাষামাতৃকে সাজাবো
এই ভাষাতেই পুরাবো আশাকেই
যত দিন বেঁচে থাকবো ।
- জ্যোতিষ (১৯/০৫/২০১৫)
No comments:
Post a Comment