নারী লাঞ্ছনা নিয়ে আইজিপি
‘তিন-চারটা ছেলে দুষ্টামি করতাছে বাকিরা তাকায়া দেখল’
পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘তিন-চারটা ছেলে দুষ্টামি করতাছে, মেয়েদের শ্লীলতাহানি করছে, কেউ আগায়া আসল না, বাকি লোক তাকিয়ে দেখল। একটা লোকও তো বলল না, এই লোকটাকে তারা চেনে। তারা তাদের বাড়ির পাশের।’
বর্ষবরণের দিনে নারীদের লাঞ্ছনার ঘটনায় পুলিশের নেওয়া ব্যবস্থার বিষয়ে এভাবেই মন্তব্য করলেন এ কে এম শহীদুল হক। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে কয়েকজন সাংবাদিককে তিনি এসব কথা বলেন।
বর্ষবরণের দিনে নারীদের লাঞ্ছনার ঘটনায় পুলিশের নেওয়া ব্যবস্থার বিষয়ে এভাবেই মন্তব্য করলেন এ কে এম শহীদুল হক। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে কয়েকজন সাংবাদিককে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে হাজার হাজার মানুষের মধ্যে চার-পাঁচটি ছেলে দুই-তিনটা মেয়েকে শ্লীলতাহানি করল। যাদের সামনে এই ঘটনা ঘটাল, সেই পাবলিকরা তাদের কেন ধরল না। পাবলিকই তো তাদের শায়েস্তা করতে পারত। প্রত্যেক নাগরিকের আইনগত অধিকার আছে, তাদের সামনে অপরাধ ঘটলে তারাই তাদের গ্রেপ্তার করতে পারবে। এতে পুলিশের গ্রেপ্তার করা লাগত না।’
ওই দিনের ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্র ইউনিয়নের নেতা লিটন নন্দীর কথা ঠিক নয় বলে মন্তব্য করেন আইজিপি। তিনি বলেন, ‘লিটন নন্দী একেক জায়গায় একেক ধরনের কথা বলেছেন। তবে লিটন নন্দীর কথা ধরে নিলেও দেখা যায়, পুলিশ তাদের দায়িত্ব পালন করেছে। লিটন নন্দীর বক্তব্য, পুলিশ লাঠিপেটা করে দুটি মেয়েকে উদ্ধার করে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দিয়েছে।’আইজিপি সবশেষে বলেন, ‘গণমাধ্যমে পুলিশের পক্ষ থেকে সেদিনের ভিডিও ফুটেজ দেওয়া হয়েছিল, যাতে জনগণ তাদের সহযোগিতা করে। কিন্তু একটি লোকও তো তথ্য দিলেন না। এতে শুধু পুলিশকে দায়ী করলে হবে না।’
No comments:
Post a Comment