বহু কলেজ পড়ুয়া এই সত্য কিছুতেই বোঝে না যে , কোনো মেয়েকে 'ভালোবাসি' বললে চড়-থাপ্পড় কেন খেয়ে হয় রে বাপু! বহু সমাজ সেবীও এটা বোঝে উঠেন না যে সেবা করতে গিয়ে জনতার গালি কেন শুনতে হয় রে বাপু। সম্ভবত ভারতীয় সংবাদ মাধ্যমও এটা বুঝত না...। নেপালের ভূমিকম্প ওদের গালে জোর চপেটাঘাত দিয়ে কথাগুলো বুঝিয়েছে, আর তাই দ্বিতীয় ভূকম্পে এদের অনেক সংযমী দেখা যাচ্ছে। রীতিমত গণপ্রতিরোধ শুরু হয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যমের বিরুদ্ধে , এখানে দেখুনঃ #GoHomeIndianMedia“…Media humiliated poor Nepal in order to take credit & cheap publicity in the hour of crisis. Sad,” said one tweet.
In a blog published on CNN, Sunita Shakya of Nepali origin writes, “Your media and media personnel are acting like they are shooting some kind of family serials.”http://indianexpress.com/…/gohomeindianmedia-angry-nepalis…/
No comments:
Post a Comment