Sustain Humanity


Saturday, May 16, 2015

শুনলাম নাকি সব শহরের নাম পরিবর্তন হচ্ছে। আর যত Nindukera বলে কিছুই উন্নয়ন নাকি হয়না। দিদি জিন্দাবাদ, বাংলার Prochondo উন্নয়ন এর এই ধারা বজায় রাখতে আরো কিছু নতুন নামের সাজেশন

শুনলাম নাকি সব শহরের নাম পরিবর্তন হচ্ছে। আর যত Nindukera বলে কিছুই উন্নয়ন নাকি হয়না। দিদি জিন্দাবাদ, বাংলার Prochondo উন্নয়ন এর এই ধারা বজায় রাখতে আরো কিছু নতুন নামের সাজেশন আমার পক্ষ থেকে।
১। কালিঘাট - হাওয়াইপুর ( নীচে ট্যাগ দেওয়া যায় "হাওয়াই একটাই", আমেরিকার ওখানে যেটা আছে ওটা সাজানো ঘটনা)
২। পার্কস্ট্রীট - সাজানো ঘটনা সরণী
৩। কামারহাটী - মদনগড় ( কেউ যদি "মদ"নগর বলে তাকে চাবকে সিধে করা হবে)
৪। আলিপুর (সেন্ট্রাল জেল সমেত) - সারদানগর ( মা সারদা কে নিয়ে ডাবল মিনিং করলে উদোম ক্যাল দেওয়া হবে)
৫। সাউথ সিটি কমপ্লেক্স- (মওয়ানায়োক) দেবনগর ( এখানকার অধিবাসী দের দেবনাগরী বলা হবে)!
৬। ভাঙ্গর - দামালপুর ( দামাল-রা পুরে দেবে একদম!)
৭। চন্দননগর- মালবাজার!( সুপারইস্টার তাপোসদার সাজেশন)
৮। যোগমায়া দেবি কলেজ - মমতাময়ী মহাবিদ্যালয়
৯। যাদবপুর - মাওনগর
১০। অ্যাকাডেমি অফ ফাইন অার্টস - তিন অাঁচড় অ্যাকাডেমি ( ১০ লাখ বাওয়া, হু হু! তুলি দেখেচ, অাঁচড় দেখনি মামা)
১১। চিড়িয়াখানা - তৃণমূলখানা ( এটার মধ্যে ডাবল মিনিং হলে দামাল ছেলে লুলিয়ে দেব, আসলে পশুদের তৃণ আর মূল খেতে অনুরোধ করা হচ্ছে নামটার মধ্যে)
১২। সবশেষে পোচ্চিমবঙ্গ - অার্জেন্টিনা ( নীল সাদা কাকা!)

No comments:

Post a Comment