Sustain Humanity


Wednesday, May 13, 2015

Sanjoy Dey সুচিত্রা ভট্টাচার্জ্য -- অকালে ঝড়ে যাওয়া এক তারকা


সুচিত্রা ভট্টাচার্জ্য -- অকালে ঝড়ে যাওয়া এক তারকা
================================
আজ এই মাত্র এক অভাবনীয় মৃত্যু সংবাদে বুকের ভিতরটা কেঁপে উঠল i যিনি মারা গেছেন তিনি ছিলেন আমার খুব প্রিয় আর ভালবাসার নারীবাদী ও যুক্তিবাদী লেখিকা, নাম সুচিত্রা ভত্তাচার্জি I মাত্র 65 বছর বয়সে তাঁর জীবনের সুবর্ণ অধ্যায়টার পরিসমাপ্তি হয়ে গেল I মৃত্যু মানুষের অনিবার্য্য পরিনতি, এটা আমরা সবাই জানি, কিন্তু সব মৃত্যুকে আমরা মেনে নিতে পারি না, আমরা তাদেরকে বাঁচিয়ে রাখি তাদের সৃষ্টির চর্চা করে i
সুচিত্রাদির একটা উপ্পন্যাস আমাকে খুব নাড়া দিয়েছিল, উপন্যাসটার নাম ছিল -- "আগামী"I সেখানে তিনি এঁকেছিলেন একটা মেয়ের প্রতিবাদের চিত্র I গার্হস্থ্য ধর্ষণ বা rape in domesticity ছিল মেয়েটির প্রতিবাদের মূল উপজীব্য i উপন্যাসে তিনি মেয়েদের জীবনের এক করুন দিক ফুটিয়েছিলেন I আরেকটা নারীর সত সাহস দেখিয়েছিলেন প্রয়াত আশাপূর্ণা দেবী তাঁর "প্রথম প্রতিশ্রুতি উপন্যাসে i দুটো ছিল দুই স্বতন্ত্র যুগের পটভূমিতে দুই স্বতন্ত্র ধরনের প্রতিবাদ I
১৯৫০ সনের ১০ই জানুয়ারী বিহারের ভাগলপুরে সুচিত্রাদির জন্ম I সাহিত্য কর্মের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ১৯৯৬ সনে জাতীয় পুরস্কার আর ২০০০ সনে জ্ঞানপীঠ পুরস্কার i কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত যোগমায়াদেবী মহিলা কলেজ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেছেন I স্নাতক উত্তীর্ণের পর তিনি বিয়ে করেন এবং অনেক দিন লেখালেখির সংস্পর্শ থেকে দুরে থাকেন I সত্তরের দশকে তিনি ছোট গল্প রচনার মধ্য দিয়ে আবার সাহিত্য আঙ্গিনায় পদার্পণ করেন i তাপর লিখলেন এক কালজয়ী উপন্যাস "কাঁচের দেয়াল ", পশ্চিমবঙ্গের সাহিত্যাকাশে স্থান করে নিলেন এক উজ্জ্বল তারকা হিসেবে I
আমাদের নিত্যদিনে গার্হস্থ্য , সামাজিক ও নারীদের সমস্যা ও তার সমাধানই ছিল সুচিত্রাদির লেখার মূল উপজীব্য i বাঙালি মধ্যবিত্ত জীবনের ভাবনা চিন্তাগুলো তিনি খুব নিখুতভাবে পর্য্যবেক্ষণ করে গেছেন, আর সেগুলোই ফুটে উঠেছে তাঁর অমর সৃষ্টিতে I
মানুষের সম্পর্কের সংকট, বিশ্বায়নের বিষবাস্পে মধ্যবিত্তের মানসিকতার পরিবর্তন সুচিত্রাদির মত কেউ লিক্ষ করে নি I তারপর তিনি ছিলেন একজন সুস্থ চিন্তার নারীবাদী লেখিকা, নারীর প্রগতি চাইতে গিয়ে তিনি কখনই কাউকে খাটো করেন নি, নোংরা ভাষা ও ভাষ্যের অবতারণা করেন নি, যেটা তসলিমা নাসরিনদের মত লেখিকাদের কাছে সহজলভ্য I
গতকাল রাত এগারোটায় ধাকুরিয়ায় তাঁর নিজ বাসভবনে সুচিত্রাদি শেষ নিশাস ত্যাগ করেন I তাঁর মৃত্যুতে আধুনিক যুক্তিবাদী বাংলা সাহিত্য চর্চায় যে ক্ষতি নেমে এসেছে, সেটা আমরা অক্ষরে অক্ষরেটের পাব I তবু অশ্রুসজল নয়নে বিদায় জানালাম সুচিত্রাদির নশ্বর দেহকে আর বাঁচিয়ে রাখব তাঁর অমর সৃষ্টিকে i

No comments:

Post a Comment