Nikhil Ojha added 4 new photos.
......ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য - এই তিন উচচবণের তুলনায় শূদ্র সম্বন্ধে নিদেশ করা বিধানগুলি কতখানি বৈষম্যমূলক এবং হৃদয়হীন । যেমন-----------
1> শূদ্র বহু অথ সঞ্বয় করতে পারবে না ।কারণ বহু অথের অধিকারী হলে দম্ভ ভরে সেই শূদ্র ব্রাহ্মণের উপর অত্যাচার করতে পারে ( 10 অধ্যায় 129 সংখক শ্লোক)
2> দ্বিজ বা ব্রাহ্মণদের ন্যায় উপবীত বা অনুরূপ কোন চিহ্ন ধারণ করলে শূদ্রদের মৃত্যুদন্ড বিধেয় । (9/124)
3> যে পথ দিয়ে উচচবণের মানুষেরা যাতায়াত করেন সেপথে শূদ্রের মৃতদেহ বহন করা যাবে না।
4> ইচ্ছুক অথবা অনিচ্ছুক ব্রাহ্মণ রমনীর সঙ্গে অবৈধ যৌন সংসগের অপরাধে একমাত্র দন্ড মৃত্যুদন্ড । (8/366)
5> বিচারালয়ে বিভিন্ন বণের বিচার প্রাথীর সমাগম হলে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়াদ্রিক্রমে বিচার সম্পন্ন হবে , অথাৎ সবচেয়ে পরে শূদ্র বিচার প্রাথীর্ পালা।(8/28)
6> কোন শূদ্র দ্বিজগণকে কোন পাপাভিযোগসহ ককশ বাক্য ( গাল দিলে ) বললে তার জিহ্বা ছেদন করা হবে , কারণ (ব্রাহ্মর পাদরুপে) জঘন্য স্হানে থেকে তার জন্ম । (8/270)
7> কোন শূদ্র দ্বিজগুণের নাম কিম্বা জাতি উল্লেখ করে গালি দিলে তার মুখে দশ অঙ্গলি প্রমাণ জ্বলন্ত লৌহ শঙ্কু নিক্ষেপ করতে হবে ।
8> ব্রাহ্মণ কতৃক ধান সোনা রুপা অন্য ধাতু (গোবাদি) পশু হরণ মদ্য পায়িনী স্ত্রী অভিগমন স্ত্রীলোক শূদ্র বৈশ্য কিম্বা ক্ষত্রিয় বধ এবং নাস্তিকতা উপপাত মাত্র (লঘু পাপ) । ব্রাহ্মণ কতৃক শূদ্র হত্যা গোধা (গোমাপ ) পেচক, নকুল (বেজি) , ভেক (ব্যাঙ ), বিড়াল কুকুর বা কাক বধের তুল্য (11/131)
( কিন্তু কোন শূদ্র ব্রাহ্মণ হত্যা করলে তার একমাত্র শাস্তি মৃত্যুদন্ড ।
9> কোন শূদ্র ব্রাহ্মণের সঙ্গে উপবেশন করলে ( অথাৎ উপবেশনের স্পধা প্রদর্শন করলে তার কটিদেশে তপ্ত লৌহ শলাকা দ্বারা চিহ্নাঙ্কন পূবক তাকে নির্বাসনে প্রেরণ অথবা (যাতে মৃত্যু হয় সেই ভাবে) তার পশ্চাৎ দেশে কতন করতে হবে ।(8/281)
এই ছিল শূদ্র দের জিবন কাহিনী আইন তত্ত্ব।




No comments:
Post a Comment