Sustain Humanity


Sunday, August 2, 2015

“ কুকুর! শালা! মাইয়া দেখলে চুলকানি উঠে। এই বুড়িমায়ের দিকে তাকিয়ে একটা শিষ দে, দেখি তো। মার খেয়ে বেটা হেগে দিবি...।” লোকটা বাড়ির ভেতরে ঢুকে গেল। বেরিয়ে এলো এক রোগা লম্বাটে দেখতে মহিলা। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিকের উগ্র রং, হাতে একটা খাড়ু। পরনে লাল পেড়ে একটা সবুজ শাড়ি। মহিলাটি কালীবুড়ির বাড়ির দিকে তেড়ে আসছিল। ঠিক যেন একটা ফড়িং ঝাঁপ দিয়ে বেড়াচ্ছে। জোরে একটা ঝাঁপ দেয় আর গোরাটিকে গালি দেয়, “ ঐ কুত্তি ! আমার বাড়ির অতিথিকে তুই গালি পাড়িস কেন?” গৌরাঙ্গিনীও পিছিয়ে যায় নি, “ তোর অতিথি? চেনা আছে। তোর বিছানায় আসা অতিথি তোরই শরীর চাটতে থাকুক। অন্য বাড়ির ভদ্র মেয়ে মানুষের দিকে চোখ দেয় কেন?” “ দেখ রেণ্ডী, জিহ্বা বের করে আনব কিন্তু!” ফেলানি অধ্যায় ১৩ প্রকাশিত হলো জুলাই, ২০১৫ সংখ্যা ব্যতিক্রমে।




Sushanta Kar
“ কুকুর! শালা! মাইয়া দেখলে চুলকানি উঠে। এই বুড়িমায়ের দিকে তাকিয়ে একটা শিষ দে, দেখি তো। মার খেয়ে বেটা হেগে দিবি...।”
লোকটা বাড়ির ভেতরে ঢুকে গেল। বেরিয়ে এলো এক রোগা লম্বাটে দেখতে মহিলা। চোখে কাজল, ঠোঁটে লিপস্টিকের উগ্র রং, হাতে একটা খাড়ু। পরনে লাল পেড়ে একটা সবুজ শাড়ি। মহিলাটি কালীবুড়ির বাড়ির দিকে তেড়ে আসছিল। ঠিক যেন একটা ফড়িং ঝাঁপ দিয়ে বেড়াচ্ছে। জোরে একটা ঝাঁপ দেয় আর গোরাটিকে গালি দেয়, “ ঐ কুত্তি ! আমার বাড়ির অতিথিকে তুই গালি পাড়িস কেন?”
গৌরাঙ্গিনীও পিছিয়ে যায় নি, “ তোর অতিথি? চেনা আছে। তোর বিছানায় আসা অতিথি তোরই শরীর চাটতে থাকুক। অন্য বাড়ির ভদ্র মেয়ে মানুষের দিকে চোখ দেয় কেন?”
“ দেখ রেণ্ডী, জিহ্বা বের করে আনব কিন্তু!” ফেলানি অধ্যায় ১৩ প্রকাশিত হলো জুলাই, ২০১৫ সংখ্যা ব্যতিক্রমে। এখানেও পড়তে পারেন...http://ishankonerkahini.blogspot.in/2011/02/blog-post.html

No comments:

Post a Comment