Sustain Humanity


Tuesday, August 18, 2015

"...গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে! দেখে যেন মনে হয়, চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরূপায় ভাঙে দু ধারে---- দেখে যেন মনে হয় চিনি উহারে।।গ্রীস জেগেছে। একদিন সারাপৃথিবী জেগে উঠবে একইসাথে একইসুরে। পুঁজিবাদের অনিবার্য ধংসের উপর স্থাপিত হবে সমাজতন্ত্র। বৈষম্যহীন, সাম্যের সমাজ গড়ার স্বপ্ন বেঁচে থাকুক কাজে এবং চিন্তায়।

গ্রীস জেগেছে। একদিন সারাপৃথিবী জেগে উঠবে একইসাথে একইসুরে। পুঁজিবাদের অনিবার্য ধংসের উপর স্থাপিত হবে সমাজতন্ত্র। বৈষম্যহীন, সাম্যের সমাজ গড়ার স্বপ্ন বেঁচে থাকুক কাজে এবং চিন্তায়।

জয় সমাজতন্ত্র
জয় বাংলা।


"...গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে!
দেখে যেন মনে হয়, চিনি উহারে।
ভরা পালে চলে যায়,
কোনো দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরূপায় ভাঙে দু ধারে----
দেখে যেন মনে হয় চিনি উহারে।।






--
Pl see my blogs;


Feel free -- and I request you -- to forward this newsletter to your lists and friends!

No comments:

Post a Comment