Sustain Humanity


Saturday, August 22, 2015

Mamata faces storm of KOLOROB in Presidency!প্রেসিডেন্সিতে সমাবর্তন বয়কটের ডাক পড়ুয়াদের, মুখ্যমন্ত্রীকে কালো পতাকার প্রতিবাদে মিছিল তৃণমূলের, পাল্টা মিছিল এসএফআইয়েরও

প্রেসিডেন্সিতে সমাবর্তন বয়কটের ডাক পড়ুয়াদের, মুখ্যমন্ত্রীকে কালো পতাকার প্রতিবাদে মিছিল তৃণমূলের, পাল্টা মিছিল এসএফআইয়েরও

য়েব ডেস্ক: প্রেসিডেন্সিতে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা। প্রতিবাদে  আজ পথে নামছে তৃণমূল ছাত্র পরিষদ।বিভিন্ন কলেজ থেকে মিছিল। শেষে কলেজ স্ট্রিটে প্রতিবাদ সভার ডাক। স্কটিশ থেকে পাল্টা মিছিল এসএফআইয়েরও। প্রেসিডেন্সি চত্বরে বিক্ষোভ।  
ছাত্রবিক্ষোভেও অনড় উপাচার্য। পদত্যাগে রাজি নন অনুরাধা লোহিয়া। তিনি কোনও অন্যায় করেননি। পুলিসও ডাকেননি। তবে কেন পদত্যাগ করবেন? প্রশ্ন উপাচার্য অনুরাধা লোহিয়ার। বিক্ষোভকারীরা বয়কট করলেও আজ সমাবর্তন হবেই। জানিয়ে দিলেন প্রেসিডেন্সির উপাচার্য। পরিকাঠামো উন্নয়নে মুখ্যমন্ত্রী সাহায্য করলে, পড়ুয়াদের অসুবিধা কোথায়?  চব্বিশ ঘণ্টায় দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্কারে প্রশ্ন অনুরাধা লোহিয়ার। এমনকি উপাচার্য দাবি করেছেন, প্রেসিডেন্সির এই আন্দোলনের বিপক্ষে অনেক ই-মেল তাঁর কাছে আসছে। প্রেসিডেন্সির প্রাক্তন পড়ুয়া থেকে শুরু করে বর্তমানে পঠনরত ছাত্ররাও এই আন্দোলনকে মেনে নিতে পারছেন না, এমনটাই জানিয়েছেন উপাচার্য অনুরাধা লোহিয়া। 
ছাত্র বিক্ষোভে উত্তাল প্রেসিডেন্সি। পদত্যাগের  দাবিতে উপাচার্যকে গতকাল রাতভর ঘেরাও করে রাখেন ছাত্রছাত্রীরা। কালি দিয়ে উপাচার্যের নামের পাশে প্রাক্তন লিখে দেওয়া হয়। আজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। সমাবর্তন বয়কটের ডাক দিয়েছেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা। তবে উপাচার্য জানিয়েছেন, তিনি ঘেরাও হয়ে থাকলেও সমাবর্তন হবে।  অন্যদিকে  আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে রাতে জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের হয়। মারধরের অভিযোগে অন্য একটি ছাত্র সংগঠনের এক সদস্য ওই এফআইআর করেন।
দুহাজার তেরোয় বেকার্স ল্যাবে ভাঙচুরে অভিযুক্তদের শাস্তি দেওয়া হল না কেন? উত্তর চেয়ে মুখ্যমন্ত্রীকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ। প্রেসিডেন্সিতে ঢোকার সময় কালো পতাকা। বেরোনোর সময়ও ছাত্রবিক্ষোভের মুখে মুখ্যমন্ত্রী। প্রেসিডেন্সির মূল প্রশাসনিক ভবনের সামনে লাগাতার বিক্ষোভ ছাত্রছাত্রীদের।  মূল ভবনে ঢুকতে না পেরে গাড়ি ঘুরিয়ে চলে যেতে হয় শিক্ষামন্ত্রীকে। অনুষ্ঠান শেষে গাড়ি না পেয়ে ট্যাক্সি ধরতে বাধ্য হন শিক্ষামন্ত্রী।

      কালো পতাকার বিক্ষোভের 'জবাব', প্রেসির জন্য ১১৮ কোটি টাকা ...

      22 hours ago - আমি সঙ্গে নিয়ে এসছি", প্রেসিডেন্সিতে কালো পতাকার জবাবে 'উন্নয়নের' এই বার্তা দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ... ইউনিভার্সিটি ইনস্টিটিউটের ১২৫ তম প্রতিষ্টা দিবসে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিরজিও হলে ক্যাম্পাসের উন্নয়নে ১১৮ কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী

      প্রেসিডেন্সিতে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা, “গো ব্যাক ...

      21 hours ago - কলকাতা, ২১ অগাস্ট : প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ঢোকা ও বেরনোর মুখে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখাল ছাত্র সংগঠন SFI ও IC সদস্যরা। সেইসঙ্গে আজ তাঁরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ঢুকতেও বাধা দেন বলে অভিযোগ। এরপর ঘুরপথে তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। ছাত্রভর্তি ...

      মমতাকে কালো পতাকা দেখালো প্রেসিডেন্সি - Banglanews24.com

      22 hours ago - কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখিয়ে ক্ষোভ জানিয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় গেলে শিক্ষার্থীরা তাকে কালো পতাকা দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

      কালো পতাকার জবাবে উন্নয়নের বার্তা দিয়ে প্রেসিডেন্সির ...

      18 hours ago - কলকাতা: কালো পতাকার জবাবে উন্নয়নের বার্তা দিয়ে প্রেসিডেন্সির জন্য ১১৮ কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| শুক্রবার কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউটের ১২৫ তম প্রতিষ্টা দিবসে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিরজিও হলে ক্যাম্পাসের উন্নয়নে ১১৮ কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করেন ...

      কালো পতাকা দেখিয়ে প্রেসিডেন্সিতে 'নট ওয়েলকাম' মুখ্যমন্ত্রী

      20 hours ago - কলকাতা: গত দুদিন ধরে নীল-সাদাতে সেজেছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। শুক্রবার ছিলমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেসিডেন্সিতে যাওয়ার দিন। সেইমতো এদিন বিকালে প্রেসিডেন্সিতে প্রবেশ করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখান পড়ুয়ারা। সেই সঙ্গে স্লোগান দেন 'নট ওয়েলকাম' ...

    1. More images for প্রেসিডেন্সিতে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা।

    2. মমতাকে কালো পতাকা দেখালো প্রেসিডেন্সি | - Amader Shomoy

      19 hours ago - images80 আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো পতাকা দেখিয়ে ক্ষোভ জানিয়েছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় গেলে শিক্ষার্থীরা তাকে কালো পতাকা দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

      প্রেসিডেন্সিতে একগুচ্ছ অনুমোদন ঘোষণা মুখ্যমন্ত্রীর| Kolkata ...

      20 hours ago - কলকাতা: প্রবল বিক্ষোভ, কালো পতাকা পেরিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ঢুকলেনমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই একগুচ্ছ অনুদান ঘোষণা করে হাততালি কুড়োলেন তিনি।প্রেসিডেন্সির ১১৮ কোটির নয়া ক্যাম্পাসের অনুমোদন ঘোষণা করলেন তিনি। এদিন মঞ্চে দাঁড়িয়ে ৩০ কোটি অনুদান তুলে দিয়ে গেলেন উপাচার্য ...

    No comments:

    Post a Comment