ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা... এই গানটি এক রানীর গলাতেই বসানো হয়েছিল। তার পরে যে কৃষক খেতে পায় না, তার সামনেও অশালীন ভাবে বহুবার গাওয়া হয়েছিল। এখনো হয়। লেখা হয়েছিল সেই ঔপনিবেশিক শাসনের সময়ে যার শাসনের শুরু এবং শেষে শুধু বাংলাদেশেই কয়েক কোটি মানুষ না খেয়ে মরে গেছিলেন। আমরা কেমন এক মায়ার জগতে বাস করতে বেশ ভালোবাসি। যে সত্য উচ্চারণ করে, তার কণ্ঠরোধ করতে আমরা সদা উৎসাহী।
No comments:
Post a Comment