Sustain Humanity


Friday, May 1, 2015

মে দিবসে লাল পতাকা কোথায়? বামপন্থী দলেরা কি মে দিবস ছেড়ে দিল না কি? কোথায় হারিয়ে গেল সেই গান, বাইরে এখন হাজার হাজার লাল পতাকা, বাইরে এখন শিকল ভাঙ্গার ভীষণ পণ ?????

মে দিবসে লাল পতাকা কোথায়? বামপন্থী দলেরা কি মে দিবস ছেড়ে দিল না কি? কোথায় হারিয়ে গেল সেই গান, বাইরে এখন হাজার হাজার লাল পতাকা, বাইরে এখন শিকল ভাঙ্গার ভীষণ পণ ?????
মে দিবসে লাল পতাকা কোথায়?
বামপন্থী দলেরা কি মে দিবস ছেড়ে দিল না কি?
কোথায় হারিয়ে গেল সেই গান,
বাইরে এখন হাজার হাজার লাল পতাকা,
বাইরে এখন শিকল ভাঙ্গার ভীষণ পণ ?????
সংগ্রামী অভিনন্দন জানাই আম্বেদকরবাদী কর্মী বৃন্দদের যারা কোলকাতায় এক নতুন ইতিহাস স্থাপন করলেন। অভিনন্দন জানাই সেই সব শ্রমিক, কৃষক, ব্যবহারজীবি, কর্মচারী সাধারণ মানুষকে যারা দেশ বিক্রি করার চক্রান্তের বিরুদ্ধে জাতীয় পতাকা নিয়ে এক সার্বিক ভাগিদারী আন্দোলনের সূচনা করলেন।
জয় ভীম, জয় ভারত।
Timeline 

No comments:

Post a Comment