Sustain Humanity


Monday, October 26, 2015

হনুর লন্কায় লক্ষ্মীরে পুজিবে ক্যামনে,কি আগুন কি আগুন!দ্যাকো,হাটে বাজারে আগুন নেগেচে! সুন্দরবন ধ্বংস ,ভাবিও কি পরিণাম!হাতে গরম প্রমাণ অশণিসংকেতের! জাগো!হিমালয় রক্তাক্ত,নেপাল কি উত্তরকাশী কতদুরে! দিল্লী কাঁপিতেছে থর থর বারম্বার!কেয়ামত! ঠাকুর গ্যাচে জলে,দ্যাশে আগুন নেগেচে! ব্যবসা বাণিজ্য লাটে,ব্যাটা বিশ্বকর্মাকে চ্যাঙায়ে বিদায দিনু!জীবন জীবিকা শ্যাষ,উন্নযন আছে,চাষবাস শ্যাষ ,শিল্প লবডন্কা! ওঠ ছ্যামড়ি ওঠ,ভিন দ্যাশে যাইবার লগে ট্রেইন ধরার লাগে! জেনারেল সাহেভ গলত সলত কিচু কহিবেন,তাহা কি হইতে পারে- নির্লজ্জ যাহারা কুকুরেরও অধম,উচ্ছিষ্টে যাহাদের জীবন যাপন তাহারা কোন কালে ডাক ছাড়িয়া বাঘ ভাল্লুকের মত প্রতিবাদ করিবে,ইহা স্বপ্নেও ভাবিও না!বক্তব্যের সত্যতা নিয়া সন্দেহ নাই! মদ কি কম পড়িয়াচে পাড়ায় পাড়ায় দেশি মদের দোকান সহ বার রেস্তরাঁ ঠেক সত্বেও,ভ্যাভ্যা কিরা কাঁদিযা কাটিয়া আত্মজীবনী তে মগ্ন হইবার আগে আত্মঘাতী জাতি ভাবিও! পলাশ বিশ্বাস

হনুর লন্কায় লক্ষ্মীরে পুজিবে ক্যামনে,কি আগুন কি আগুন!দ্যাকো,হাটে বাজারে আগুন নেগেচে!
সুন্দরবন ধ্বংস ,ভাবিও কি পরিণাম!হাতে গরম প্রমাণ অশণিসংকেতের! জাগো!হিমালয় রক্তাক্ত,নেপাল কি উত্তরকাশী কতদুরে! দিল্লী কাঁপিতেছে থর থর বারম্বার!কেয়ামত!
ঠাকুর গ্যাচে জলে,দ্যাশে আগুন নেগেচে!
ব্যবসা বাণিজ্য লাটে,ব্যাটা বিশ্বকর্মাকে চ্যাঙায়ে বিদায দিনু!জীবন জীবিকা শ্যাষ,উন্নযন আছে,চাষবাস শ্যাষ ,শিল্প লবডন্কা!

ওঠ ছ্যামড়ি ওঠ,ভিন দ্যাশে যাইবার লগে ট্রেইন ধরার লাগে!
জেনারেল সাহেভ গলত সলত কিচু কহিবেন,তাহা কি হইতে পারে- নির্লজ্জ যাহারা কুকুরেরও অধম,উচ্ছিষ্টে যাহাদের জীবন যাপন তাহারা কোন কালে ডাক ছাড়িয়া বাঘ ভাল্লুকের মত প্রতিবাদ করিবে,ইহা স্বপ্নেও ভাবিও না!বক্তব্যের সত্যতা নিয়া সন্দেহ নাই!

মদ কি কম পড়িয়াচে পাড়ায় পাড়ায় দেশি মদের দোকান সহ বার রেস্তরাঁ ঠেক সত্বেও,ভ্যাভ্যা কিরা কাঁদিযা কাটিয়া আত্মজীবনী তে মগ্ন হইবার আগে আত্মঘাতী জাতি ভাবিও!

পলাশ বিশ্বাস
সুন্দরবন ধ্বংস ,ভাবিও কি পরিণাম!হাতে গরম প্রমাণ অশণিসংকেতের!জাগো!
হিমালয় রক্তাক্ত,নেপাল কি উত্তরকাশী কতদুরে!দিল্লী কাঁপিতেছে থর থর বারম্বার!
কেঁপে উঠল দেশের রাজধানী দিল্লি। জম্মু -কাশ্মীর সহ উত্তর ভারতের নানা অংশে জোরালো ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৫। মুম্বইতেও কম্পন অনুভূত হয়। উত্‍পত্তিস্থল হিন্দুকুশ পর্বতমালা। কম্পনের সঙ্গে সঙ্গে আতঙ্কের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। কম্পনের খবর পাওয়া গিয়েছে হরিয়ানা, পাঞ্জাবেও।

সত্যি বড় দুর্গার দর্শন হইল বটেেকখান!
শ্যাষ বেলায় ধুনুচি নাচে কোমর হেলিয়ে দুলিয়ে ঠাকুর যকন জলে যাইব কি যাইব না,যকন মা জননীরা,ধর্ষণ আতন্কিত বুনরা সিন্দুর ক্যালার জোগাড় করত্যাছে কি রকেট ক্যাপসুল নিবেদিত শারদোত্সবে অবশেষে বহু বিজ্ঞাপিতসত্যি বড় দুর্গার দর্শন লাগিয়া ছাড়পত্র মিলিল এবং পুজা শ্যাষে ভিন দ্যাশে রুজি রুটির খৌঁজে শ্যালদা কিংবা কোলকাতা কিংবা হাওড়া অথবা শালিমার হইতে ট্রেইন ধরিবার হাগুতাড়া সত্বেও কি হুজুগ কি হুজুগ!দুগ্গা ঠকরুন মারিতেই জানেন,বাঁচাইব না কোনো হালায়!

মহিষাসুর মর্দিনী বাপের বাড়ি ছাইড়্যা কৈলাসে চলিলেন বা থাকিলেন সত্যি বড় দুর্গার মত ছোড দুর্গাদের বিসর্জনের পরও,কিন্তু মহিষাসুর বধ চলত্যাছে রম রমারম!মর মর মর!জাতের নামে বজ্জাতি কর আর মর঍

রমণ ও ধর্ষণে মম করতাছে জাপানী তেল সর্বত্র!
দ্যাকতে লাগে কি কোন ব্যাটা বেটি কতখান কাট ভাইঙ্গা শ্যাষ করচে!

মহুষাসুরের পুজো হয় দুর্গার সাথে সাথে,কিন্তু যে গুচ্ছের অসুর নিধন হইতাছে বাজারে ঘাটে,জীবন জীবিকায়,সে ব্যাটাদের পোঁদে লাথি ছাড়া কিচ্ছুই জোটে বিল্যা মনে ধরতেছি না কিচুই বটেক!

কোন একখান জেনারেল সাহেব কহিলেন কুকুর মরিল কি মারিল,কি বা আসে যায়!কুকুরেরও অধম যাহারা,গোলাম প্রভুদের,তাহাদের কাহিনী কহতব্য নয়!

জেনারেল সাহেভ গলত সলত কিচু কহিবেন,তাহা কি হইতে পারে- নির্লজ্জ যাহারা কুকুরেরও অধম,উচ্ছিষ্টে যাহাদের জীবন যাপন তাহারা কোন কালে ডাক ছাড়িয়া বাঘ ভাল্লুকের মত প্রতিবাদ করিবে,ইহা স্বপ্নেও ভাবিও না!বক্তব্যের সত্যতা নিয়া সন্দেহ নাই!

মদ কি কম পড়িয়াচে পাড়ায় পাড়ায় দেশি মদের দোকান সহ বার রেস্তরাঁ ঠেক সত্বেও,ভ্যাভ্যা কিরা কাঁদিযা কাটিয়া আত্মজীবনী তে মগ্ন হইবার আগে আত্মঘাতী জাতি ভাবিও!

এমনডা হইলে,অসুর বধের ল্যাঠা ববে ই চুকে বুকে যাইত!

হনুর লন্কায় লক্ষ্মীরে পুজিবে ক্যামনে,কি আগুন কি আগুন!
দ্যাকো,হাটে বাজারে আগুন নেগেচে!
ঠাকুর গ্যাচে জলে,দ্যাশে আগুন নেগেচে!

ব্যবসা বাণিজ্য লাটে,ব্যাটা বিশ্বকর্মাকে চ্যাঙায়ে বিদায দিনু!
জীবন জীবিকা শ্যাষ,উন্নযন আছে,চাষবাস শ্যাষ ,শিল্প লবডন্কা!
ওঠ ছ্যামড়ি ওঠ,ভিন দ্যাশে যাইবাল লগে ট্রেইন ধরার লাগে!
সংবাদে প্রকাশঃ

ধনদেবীর পুজোয় আকাশছোঁয়া বাজার দর,চব্বিশ ঘন্টা উবাচঃ


ধনদেবীর পুজোয় আকাশছোঁয়া বাজার দর

আজ কোজাগরী লক্ষ্মী পুজো। ধনদেবীর আরাধনায় মেতেছেন রাজ্যবাসী। বারোয়ারি প্যান্ডেলের পাশাপাশি বাড়িতে বাড়িতেও চলছে লক্ষ্মী  আরাধনার প্রস্তুতি। তবে ফুল, ফল থেকে শুরু করে সবজি। সবকিছুরই দাম চড়া হওয়ায় বাজারে গিয়ে হাত পুড়ছে মধ্যবিত্ত বাঙালির।
সবে দুর্গাপুজো গিয়েছে। খরচও হয়েছে বেশ। এই পরিস্থিতিতে মাসের শেষে লক্ষ্মীপুজো, মাথা ব্যথা বাড়িয়েছে মধ্যবিত্তদের। অগ্নিমূল্য বাজারদর৷
এবার এক নজরে দেখে নিন বাজার দরগুলি............
আপেল ১০০-১২০টাকা কিলো, মুসাম্বি ১০-১২ টাকা জোড়া, কলা ৮৫ টাকা প্রতি ডজন, পানিফল ৫০টাকা কিলো, পেয়ারা ৬০-৮০ টাকা কিলো এবং ৩০-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে নারকেল।
ফলের বাজার দরের পাশাপাশি আকাশছোঁয়া দাম ডালের। মুগ ডাল ১৩০-১৫০ টাকা, মুসুর ডাল ১২০টাকা, বিউলির ডাল ১৫০টাকা এবং ১৮০ টাকা কেজি দরে বিকোচ্ছে অরহর ডাল।
বাজার আগুন হওয়ার ফলে রীতিমত নাজেহাল বাঙালি। কিন্তু ধনদেবীকে তুষ্ট করার জন্য আপাতত দরের দিকে মাথা না ঘামিয়ে অবাধে চলছে কেনা বেচা।

চব্বিশ ঘন্টা উবাচঃ

স্নান করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেল খড়গপুর আইআইটির দুই ছাত্রস্নান করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেল খড়গপুর আইআইটির দুই ছাত্র
পঞ্চমীর দিনে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটল দীঘায়। পুলিস সুত্রে জানা গেছে, ক্ষণিতা ঘাটে স্নানে নেমে তলিয়ে গেলেন খড়গপুর আইআইটির-র চতুর্থ বর্ষের দুই ছাত্র। নিহতদের মধ্যে রোহিত ত্রিপাঠি মধ্যপ্রদেশের ভোপালের বাসিন্দা। অনিরুদ্ধ কুমার রাজুর বাড়ি উত্তরাখণ্ডে। স্থানীয় সুত্র থেকে জানা গেছে, পুজোর ছুটি উপভোগ করতে দীঘায় আসেন খড়গপুর আইআইটির-র চতুর্থ বর্ষের ৮ জন ছাত্র। ছুটিতে এসে দীঘার সমুদ্রে স্নান করতে যান তাঁরা। ক্ষণিতা ঘাটে স্নানে নেমে হঠাৎই তলিয়ে যান অনিরুদ্ধ কুমার রাজু এবং রোহিত ত্রিপাঠি। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। বিস্তারিত খবর কিছু পরে......  

Thanks Mamata Banerjee that you stand against Fascism at last irrespective of your politics,Welcome! Palash Biswas

Thanks Mamata Banerjee that you stand against Fascism at last irrespective of your politics,Welcome!
Palash Biswas
Request you all in #Bihar to please vote to re-elect @NitishKumar ji as CM for greater need of our country & development in State

mamata banerjee, nitish kumar, bihar elections, mamata nitish, bihar news, bihar election news, bihar polls, bihar polls 2015, india news, West Bengal Chief Minister Mamata Banerjee (Source: PTI) - See more at: http://indianexpress.com/article/india/india-news-india/re-elect-nitish-kumar-as-bihar-cm-for-states-development-mamata-banerjee/#sthash.OVluVz5k.dpuf
No way! Whoever is concerned with humanity, religion, faith, pluralism, diversity, equality and justice,pluralism and diversity on this Bharat Tirth where so many streams of humanities merged and it makes India and us,the Humanity across borders,has no way to escape.

You have to stand against fascism which set ablaze the Nation,humanity,nature and civilization ablaze!

you might have your own politics! I damn care about politics and political equations or political correctness!I have nothing to do with politics that which is reduced to strategic marketing of foreign capital and foreign interest.

As religion has nothing to with faith,humanity and civilization it is all about to bid the Nation and national resources on sale and the business friendly governance is all about the governance of fascism that kill indigenous,aborigine and agrarian India along with business,industries,job and livelihood!

Thanks Mamata Banerjee that you have chosen the most right highway to reach the heart and mind of humanity and nature beyond borders!
Indian Express reports:

Elect Nitish for nation’s good: West Bengal CM Mamata to Bihar

“Request you all in Bihar to please vote to re-elect Nitish Kumar ji as CM for greater need of our country & development in State,” Mamata tweeted.

West Bengal Chief Minister Mamata Banerjee on Sunday urged the people of Bihar to vote for Nitish Kumar “for the greater need of the country and development of the state”.
While Mamata has supported Nitish in the past, this is her first public endorsement of the JD(U) leader for the Bihar elections.

“Request you all in Bihar to please vote to re-elect Nitish Kumar ji as CM for greater need of our country & development in State,” Mamata tweeted, ahead of the third phase of polling in Bihar on October 28.

Her statement could prove crucial for the Maha Gathbandhan (Grand Alliance), which is fighting a tough battle against the BJP in Bihar.

There is a significant Bengali population settled in the state. Mamata’s hint at “greater need of our country” is also being seen as directed against the BJP.

Welcoming her statement, Bihar JD(U) Rajya Sabha MP Ali Anwar said, “Mamataji has always endorsed Nitish Kumar.

It is not a belated statement. Rather, she is striking the iron when it is hot. Somewhere, the feeling of Nitish Kumar becoming the nucleus of anti-Modi politics is emerging and dawning on the anti-BJP camp. We are confident of the Grand Alliance’s victory. Once we trounce them, CMs of non-BJP parties would have all the more reasons to look up to Nitish Kumar.”

Anwar added that what Mamata meant by “greater need” was the BJP not adhering to principles of federalism, and said it showed the need for state governments to unite. “Nitishji has been also vouching for special category status, which speaks for several other states, including West Bengal.”

Bihar BJP legislature party leader and former deputy CM Sushil Kumar Modi said Mamata’s appeal “had no meaning”.

“Whether it is the appeal of Barack Obama or Mamata Banerjee, there will be no bearing on Bihar voters, who have decided to cast their votes in favour of the NDA.”

About Nitish emerging as the nucleus of anti-BJP politics, Modi said, “These people cannot stay together. What happened in the case of Mulayam Singh Yadav? They cannot stick together for two days. Mamata rallying behind Nitish should not be read into too much in context of Bihar or country. We are going to sweep the polls.”

Two of the five phases of polling in Bihar have been held and three remain, including on October 28, November 1 and 5. Counting will be held on November 8. Senior Trinamool leaders refused to comment on the political implications of the tweet - See more at: http://indianexpress.com/article/india/india-news-india/re-elect-nitish-kumar-as-bihar-cm-for-states-development-mamata-banerjee/#sthash.OVluVz5k.dpuf

Sunday, October 25, 2015

What a digital India! Blockade,Barriers and surveillance all the way! Palash Biswas

What a digital India! Blockade,Barriers and surveillance all the way!
Palash Biswas

Whomsoever may it concern!
Please treat everything I finally post online as my mail since I am deactivated,disabled and disconnected.You are free to circulate ,share,contradict,support and publish this copyright free open source content.

My IPOs at home and at office as well have been blocked.I may not receive or get mail,the  feedback from every corner of Human civilization.I may not speak human as I may not upload anything.Each video I uploaded had been removed.Even I may not use drive,apps,gadgets and widgets.It is digital India.

I have nothing to complain service providers as they have been helping me in my professional journalism since internet launched in India,since I am online ,since I am blogging.They have to comply the government to continue business in India,I understand and I am grateful to all of them for their help hithertoo.But they might not stand against the governance which we could. 

It is rather disgusting that the IPO belonging to Indian Express group which I use,has been blocked,too.We the Express people address humanity beyond borders and barriers.We write beyond Print and Newspaper.
It is unprecedented as eminent Film Maker Gulzar already has spoken out.

It is unprecedented surveillance followed by unprecedented violence,unprecedented intolerance,unprecedented killing of civic,human and fundamental rights,humanity,equality and justice,diversity and pluralism and nature,unprecedented religious polarization,unprecedented vertical religious polarization,unprecedented caste war!

Nothing might stop us whatsoever come and it is courage of journalism all about.My house for which I have been working for almost twenty years never restricted in creative activism.

And they have removed my blog with Indian Express logo.They might not stop us breaking news and sharing information as we  know thousands of other ways and avenues to express ourselves.Hence,Indian Express is so different and it is really the courage of journalism all the way.

I have to retire in May,2016.I may not hire personal server and I would not be able to have the access to online status but the government of India is adamant to retire me earlier.As long as Indian Express supports me ,no one,nothing might stop or retire me.

No comments:

Post a Comment