Sustain Humanity


Saturday, October 1, 2016

Emanul Haque চিকিত্সার নামে ডাকাতির প্রতিবাদে মিথ্যা ভুয়ো বিলের প্রতিবাদে অসীম ঘোষের অচিকিত্সার প্রতিবাদে 3 অক্টোবর বিকেল 4 টায় অ্যাপোলো হাসপাতালের সামনে বি ক্ষো ভ ।। ভাষা ও চেতনা সমিতি

Emanul Haque চিকিত্সার নামে ডাকাতির প্রতিবাদে 
মিথ্যা ভুয়ো বিলের প্রতিবাদে 
অসীম ঘোষের অচিকিত্সার প্রতিবাদে 

3 অক্টোবর বিকেল 4 টায় 

অ্যাপোলো হাসপাতালের সামনে
বি ক্ষো ভ ।। 
ভাষা ও চেতনা সমিতি



7 ঘন্টা পার। টাকা না দিলে দেহ দেবে না বলছে
মানুষ মারা ডাকাতি।
অসীম ঘোষ । নিজের সামান্য রোজগার । তবু 50 ছেলে মেয়ে র পড়াতে সে। বিবেকানন্দের নামে স্কুল খুলেছিল । রাতে খাইয়ে বাড়ি পাঠাতে ছেলে মেয়েদের।
কাল রাতে শ্রীভূমি বাসস্টপে তাঁর দুটি পায়ের উপর দিয়ে বাস চলে যায় । নিয়ে যায় অ্যাপোলেতে । সম্পূর্ণ জ্ঞান ছিল ।
সব মিলিয়ে 5 ঘন্টা ছিল।

রোগীকে বাঁচাতে পারেনি । বিল করেছে 5 ঘন্টায় এক লাখ । রক্ত দেয় নি। দু বোতল রক্তের দাম 8320 টাকা ধরেছে। পেসমেকার বসায়নি। বসানোর চার্জ 4000 টাকা ।
আই সি ইউতে যায় নি। বিল 9500 টাকা। অ্যাঞ্জিওগ্রাম হয়নি। ক্যাথ ল্যাব চার্জ 5010 টাকা ।
সিটি স্ক্যান চার্জ মোট 28690 টাকা। মানুষ মেরে ডাকাতির করছে । গরিব পরিবার। মৃতদেহ দিচ্ছে না। অন্যায় টাকা দাবি করছে। প্রতিবাদ হচ্ছে । 

No comments:

Post a Comment