Sustain Humanity


Tuesday, July 21, 2015

সূর্যকান্ত মিশ্র ২১শে জুলাই, ২০১৫ • মুখ্যমন্ত্রীর বক্তব্য অসত্য ভাষণের ‘কথাঞ্জলি’ . ভিত্তিহীন, বাস্তবের সঙ্গে যার কোনো সঙ্গতি নেই। যা দাবি করেছেন, তার অধিকাংশই অসত্য, কিছুটা অর্ধসত্য।



সূর্যকান্ত মিশ্র
২১শে জুলাই, ২০১৫
• মুখ্যমন্ত্রীর বক্তব্য অসত্য ভাষণের ‘কথাঞ্জলি’ . ভিত্তিহীন, বাস্তবের সঙ্গে যার কোনো সঙ্গতি নেই। যা দাবি করেছেন, তার অধিকাংশই অসত্য, কিছুটা অর্ধসত্য।
• ভূ-ভারতে সবচেয়ে বড় হ য ব র ল দল তৃণমূলই। কি নেই এই দলে— প্রাক্তন বাম, প্রাক্তন কংগ্রেস, প্রাক্তন বি জে পি, এমনকি কিষেনজীর সঙ্গে যারা ছিলেন, সেই প্রাক্তন ‘মাওবাদী’রাও এই দলে রয়েছে।
• সিন্ডিকেট বা খাদান করা যাবে না তৃণমূলকর্মীদের, একথা বললেও চিট ফান্ড করা যাবে না, সেকথা একবারও বললেন না মুখ্যমন্ত্রী। আসলে চিট ফান্ডের সবচেয়ে বড় মেন্টর তো উনিই, তাহলে তো তাঁর নিজেরই দলে স্থান হবে না।
• কেন মদন মিত্র-র পদত্যাগপত্র গ্রহণ করছেন না? মুখ খোলার ভয়ে? তবে মদন মিত্রর সঙ্গে একসাথে ক্যাবিনেটে আবার বসতে না পারলেও একসঙ্গে হাজতবাস করার সুযোগ হলেও হতে পারে!
• মুখ্যমন্ত্রী ৫টা ‘D’-র কথা বলেছেন। আসলে ওঁর আমলে এরাজ্যে ওই ৫টা ‘D’ মিলে একটা ‘D’-ই দাঁড়িয়েছে—সেটা হলো DESTRUCTION । শিল্প বিকাশের সম্ভাবনাকে ধ্বংস করছেন, কৃষির সাফল্যকে তিলে তিলে ধ্বংস করছেন, শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক ব্যবস্থা, সবকিছুতেই চরম নৈরাজ্য কায়েম করেছেন। ধ্বংসের পথে পশ্চিমবাংলা—TOTAL DESTRUCTION!!!

No comments:

Post a Comment