Sustain Humanity


Saturday, July 11, 2015

জাকাত, ২৭টি লাশ এবং নিম্ন মধ্য আয়ের দেশ শুক্রবার ভোরবেলা। স্থান ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী সড়কের একটি বাড়ি। ৮ থেকে ১০ ফুট উঁচু ফটক। সেই ফটক খুলে দেওয়া হলো জাকাতপ্রার্থীদের জন্য। আর মেঘনার ভয়াল স্রোতের মতো মানুষ সেখানে ঢুকে পড়লেন। কিছুক্ষণ আগেও যাঁরা ছিলেন জীবন্ত মানুষ, মুহূর্তে তাঁরা হয়ে গেলেন লাশ।...

জাকাত, ২৭টি লাশ এবং নিম্ন মধ্য আয়ের দেশ
www.prothom-alo.com/opinion/article/575350

শুক্রবার ভোরবেলা। স্থান ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী সড়কের একটি বাড়ি। ৮ থেকে ১০ ফুট উঁচু ফটক। সেই ফটক খুলে দেওয়া হলো জাকাতপ্রার্থীদের জন্য। আর মেঘনার ভয়াল স্রোতের মতো মানুষ সেখানে ঢুকে পড়লেন। কিছুক্ষণ আগেও যাঁরা ছিলেন জীবন্ত মানুষ, মুহূর্তে তাঁরা হয়ে গেলেন লাশ।...

No comments:

Post a Comment