Sustain Humanity


Tuesday, July 21, 2015

পুলিশ সাহেব? ... আর কত নিচে নামবেন? দেওয়ালে যে পিঠ ঠেকে গেছে..... এমনি ভাবে আর কত দিন?? কাদের আপনি বাঁচাতে চাইলেন? আপনার নিজের বা রাজ্যের কোন মন্ত্রীর মেয়ে হলেও কি চিত্রটা কি এমনই হত? ..... ছিঃ!! Courtesy: Biltu Mondal.

পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি শ্রী অনুজ শর্মা একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে জানালেন, টুকটুকি নাকি থানায় এসে সশরীরে আত্মসমর্পণ করেছে! শুধু তাই নয় ... সে গড় গড় করে পুলিশকে এও বলেছে যে, বাবা-মায়ের অত্যাচারেই সে নাকি বাবুসোনা গাজীর সঙ্গে পালিয়ে গিয়েছিল!
তা সত্ত্বেও কতগুলো প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, ডিজি সাহেব।- 
১. মেয়েটি যদি পালিয়েই যাবে, তবে রাত দেড়টার সময় ট্রান্সফরমারের জাম্পার নামিয়ে মেয়েটির বাড়ির সামনে বোমা মেরে তাকে বেঁধে নিয়ে যাবার কি প্রয়োজন ছিল?
২. বিয়ে যদি প্রেমেরই হবে, পুলিশ কেন এতোদিনেও মেয়েটির কোন হদিশ করতে পারলো না?
৩. ভালবসে মেয়ে ঘর ছেড়েছে বলেই কি নিরাপত্তার কারনে তার মা বাবাকে আজও কোলকাতায় হিন্দু সংহতির কর্ণধার শ্রী তপন ঘোষের আশ্রয়ে থাকতে হচ্ছে?
৪. সে যদি বাবা মায়ের অত্যাচারেই বাড়ী ছাড়ে, তবে ৭৮ দিন পরে কি এমন হল যে সে তার শ্বশুর বাড়ির সোহাগ ছেড়ে সোজা নাচতে নাচতে থানায় এসে হাজির হল?
পুলিশ সাহেব? ... আর কত নিচে নামবেন? দেওয়ালে যে পিঠ ঠেকে গেছে..... এমনি ভাবে আর কত দিন?? কাদের আপনি বাঁচাতে চাইলেন? আপনার নিজের বা রাজ্যের কোন মন্ত্রীর মেয়ে হলেও কি চিত্রটা কি এমনই হত? ..... ছিঃ!! Courtesy: Biltu Mondal.

No comments:

Post a Comment