Sustain Humanity


Saturday, March 12, 2016

মনুস্মৃতি দহন ও ব্যাদ পাঠ সাথ সাথ! হাম সাথ হ্যাঁয়! জনগণের স্বার্থে দাঁড়াইল কোন্ চুভাই?এতকাল? পদ্মচাষ করে যে জনা,সেই জানে বিষের দংশন! কাঁটা আছে গোলাপে,পদ্মে কোথায় কাঁটা? ঈলিশ কাঁটাও ভ্যানিশ রান্নার গুণে। মাছ খায় যে জনা সে কাঁটা বাছতেও জানে। মার্কিণ ভারত পরমাণু সন্ধি আটকাতে গিয়ে হাঁড়ির হাল! ছিঃ গু!গুগু কইরাও এত্তা জন্জাল বিদায় না কইরা সেই গুয়ে মুখ থেকে কি নাকি ডুবে খাইতে হয়! লোকসভাতেও ত পচিঁশ বছর পর শাসকের মেজরিটি! সংস্কার হয় নাই এতকাল? এফডিআই হয় নাই? ছাঁটাই হয় নাই? বেসরকারিকরণ হয় নাই? ডিসইনভেস্টমেন্ট হয় নাই? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে,মরুক গিয়া যত্ত হাভাতে! হিজাব নমাজ সেলাম নমস্তে আম্মা দোয়া খোদা হাফিজ এবং তলায় তলায় পদ্ম চাষ,সবই হয়! পলাশ বিশ্বাস


মনুস্মৃতি দহন ও ব্যাদ পাঠ সাথ সাথ! হাম সাথ হ্যাঁয়!
জনগণের স্বার্থে দাঁড়াইল কোন্ চুভাই?এতকাল?

পদ্মচাষ করে যে জনা,সেই জানে বিষের দংশন!
কাঁটা আছে গোলাপে,পদ্মে কোথায় কাঁটা?

ঈলিশ কাঁটাও ভ্যানিশ রান্নার গুণে।
মাছ খায় যে জনা সে কাঁটা বাছতেও জানে।

মার্কিণ ভারত পরমাণু সন্ধি আটকাতে গিয়ে হাঁড়ির হাল!
ছিঃ গু!গুগু কইরাও এত্তা জন্জাল বিদায় না কইরা সেই গুয়ে মুখ থেকে কি নাকি ডুবে খাইতে হয়!

লোকসভাতেও ত পচিঁশ বছর পর শাসকের মেজরিটি!

সংস্কার হয় নাই এতকাল?
এফডিআই হয় নাই?
ছাঁটাই হয় নাই?
বেসরকারিকরণ হয় নাই?
ডিসইনভেস্টমেন্ট হয় নাই?

আমার সন্তান যেন থাকে দুধে ভাতে,মরুক গিয়া যত্ত হাভাতে!
হিজাব নমাজ সেলাম নমস্তে আম্মা দোয়া খোদা হাফিজ এবং তলায় তলায় পদ্ম চাষ,সবই হয়!

পলাশ বিশ্বাস
শেয়ার বাজারের নাকি মন খারাপ,কি হয়,কি না হয়,সংস্কারে মুক্ত বাজারে বিনা প্রতিরোধে রাজনৈতিক সহমতি দ্বিচারিতায়,মধুচক্র মধুরেণ উন্নয়ণের জোয়ারে সংবিদান থাইকাও নাই,লাখো লাখ কোটির অবাধ হরির লুট,শত প্রতিশত এফডিআই সর্বক্ষেত্রে,চাষ সুধু পদ্ম চাষ,খাদ্য হোক বা না হোক,চাই উন্নয়ন,বুলেট চাই,স্মার্ট চাই ট্যাক্সফ্রী মেকিং ইন চাই,ইকমার্স চাই,স্টার্টআপ চাই,চাষি ব্যবসায়ী,ছাত্র যুবদের কাটা মুন্ডু চাই,রক্ত নদী চাই!

কোন্ বাপের ব্যাটা ঠ্যাকাইব?

মার্কিণ ভারত পরমাণু সন্ধি আটকাতে গিয়ে হাঁড়ির হাল!
ছিঃ গু!গুগু কইরাও এত্তা জন্জাল বিদায় না কইরা সেই গুয়ে মুখ থেকে কি নাকি ডুবে খাইতে হয়!

হিজাব নমাজ সেলাম নমস্তে আম্মা দোয়া খোদা হাফিজ এবং তলায় তলায় পদ্ম চাষ,সবই হয়!
লোকসভাতেও ত পচিঁশ বছর পর শাসকের মেজরিটি!সংস্কার হয় নাই এতকাল?
এফডিআই হয় নাই?
ছাঁটাই হয় নাই?
বেসরকারিকরণ হয় নাই?
ডিসইনভেস্টমেন্ট হয় নাই?
জনগণের স্বার্থে দাঁড়াইল কোন্ চুভাই?

আমার সন্তান যেন থাকে দুধে ভাতে,মরুক গিযা যত্ত হাভাতে!
হাল জমানার খবরের শিরোনামের টাইমলাইন লক্ষ্য করুণ।
#Beef Ban Indian Spring
#Tolerance debate
#Fatwa Raj
#Return awards

রোহিত ভেমুলা আত্মহত্যার বিরুদ্ধে আন্দোলন।

তার আগেই অর্গেনাইজারে জেএনইউ কে দেশদ্রোহীদের আড্ডা বলে জেএনইউ বন্ধের আহ্বান।

রোহিত আত্মহত্যায় সরাসরি অভিযুক্ত মনুস্মৃতি।

#Shut Down জেএনইউ।
#Shut Down যাদবপুর।

রোহিত ভেমুলার বদলে কানহাইয়া লাইমলাইটে এবং কানহাইয়ার উপর লাগাতার আক্রমণ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আন্দোলন রাজপথে- ব্রাহ্মণ্যবাদ নিপাত যাক্!

মনুবাদ নিপাত যাক!

জাতি উন্মুলন হোক্!

জাতের নামে বজ্জাতি বন্ধ হোক্!

সমতা চাই!

সামাজিক ন্যায় চাই!

কানহাইয়া গ্রেফ্তার!

আদালত চত্বরে বারম্বার কানহাইয়াকে আক্রমণ!
কানহাইয়া মুক্ত!
ভাইরাল কানহাইয়া বিস্ফোরণ!

বাজেট অধিবেশন!
সংস্কার আইন পাশে সংসদীয় সহমতি!
লোকসভায় নিরাধার আধার আইন প্রণয়ণ বিল পাশ!

বাজেট অধিবেশনের মধ্যেই খবরে মধ্যমণি বিজয় মাল্য!

তারপর যমুনা তীরে রাজধানীতে আধ্মাত্মিক বৃন্দাবন!

জেএনইউ এ মহিসাসুর বিতর্ক দেশদ্রোহ তকমার পর পরই মনুস্মৃতি দহন এবং আর্ট অফ লিভিং অনুষ্ঠানে এক হাজার ব্রাহ্মণ দ্বারা বেদ পাঠ!

এই বৈদিকী অনুষ্ঠানে অরবিন্দ কেজরিওয়াল এবং মোদী হাম সাথ হ্যায়!
ভোটের বাজারে বাংলার যুযুধান নেতা নেত্রীদের সংবাদ শিরোনামে আসার,লাখোলাখ জনতার মুখোমুখি সুযোগ থেকে বন্চিত করা আবার সেই বাংলার প্রতি বৈমাত্রেয় আচরণ!
তবে ইহাও কি ভোটের ইস্যু হইলেও হইতে পারে!
কিন্তু বাজেট ভোটের ইস্যু নয়!
আধার অনিবার্য ভোটের ইস্যু নয়!
আদিবাসীদের বিরুদ্ধে সলোয়া জুডু়ম ভোটের ইস্যু নয়!
নলেজ ইকোনোমি ও সর্বক্ষেত্রে গেরুয়াকরণ ভোটের ইস্যু নয়!
বিল্ডার প্রোমোটার মাফিয়ারাজ ও বুনিয়াদি প্রয়োজনীয় খাদ্য,শিক্ষা,চিকিত্সা,পরিবহন,শক্তি,রুজি রোজগার,নাগরিক ও মানবাধিকার ভোটের ইস্যু নয়!
বাংলায় ধর্মনিরপেক্ষতা,প্রগতি ও ধর্মোন্মাদী মেরুকরণ আবহে উন্নয়নের গাজর ও শিলান্যাস বিজ্ঞাপিত উন্নয়ণ সুনামিতে আদৌ কোনো ইস্যু নয়!
মানুষ ভোট দিচ্ছ বা দেবেন,কোন ভোট শেষপর্যন্ত জিততে পারে এই জটিল অন্ক কষে!
বাংলায় খবরের শিরোনাম!
জোট চুড়ান্ত একের বিরুদ্ধে এক!
জোটে জট,ত্রিমুখি হুন্কার!
বাংলার ক্ষমতা দল কেরলে বিপ্লব কইরব!
আমাদের মাথাব্যথাঃ দিদি থাকছেন কি থাকছেন না!
আমাদের মাথাব্যথাঃসংস্কার হোক নাহোক্,কার পাপে কি হল ভাইবা কাজ নাই,চাকরি হোক না হোক,ডিদজিটাল হইল কি হইল না!
আমাদের মাথাব্যথাঃআমাদের মাথাব্যথা ক্লাবের জন্য যেমন খয়রাত হয়,ঔ খয়রাতে আমাদের যেন হিস্সা থাকে,প্রতিদান দিতে হইলে দিব!

আমাদের মাথাব্যথাঃসাইকেল হইল ফ্রীতে,জুতোও মেলার কথা,বাড়ি গাড়ি জোত জমি সরকারি বেসরকারি চাকরি যাই থাকুক না কেন বিপিএল অন্নপূর্ণার আশীর্বাদে দু টাকা কেজি চাল যেন পাই!খাই না খাই,ব্লাকেও তে রোজগার যেমন ধর্ষণে,মাদকে ,মদে,জালিয়াতি,চিটফান্ডে,প্রোমোটারি থেকে রাজনীতিতে বসন্ত বাহার!

আমার সন্তান যেন থাকে দুধে ভাতে,মরুক গিযা যত্ত হাভাতে!






No comments:

Post a Comment